খুলনার সোনাডাঙ্গার মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় এক অটো চালককে কু’পি’য়ে’ছে কিছু সন্ত্রাসী।

বিভাগীয় প্রতিনিধি
এম এ জলিল
আজ ১২/৪/২৫ সন্ধ্যার সময় নগরীর সোনাডাঙ্গা মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় আনোয়ার হোসেন নামে একজন অটো চালককে কু’পি’য়ে জখম করেছে কিছু সন্ত্রাসী ।আহত আনোয়ার হোসেনের আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জানা যায় আজ দুপুরের দিকে জোড়াগেটে সিএনবি কলোনিতে অটো রাখা নিয়ে তর্কাতর্কি হয় এক অটোচালক এর সাথে । বাড়ীর সামনে অটো রাখার জায়গায় অটো রাখা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে। এক পর্যায়ে আনোয়ার হোসেন এর গায়ে হাত তোলে বহিরাগত অটোচালক। তখন তার আত্মীয় স্বজনদায় এসে পরিস্থিতি স্বাভাবিক করে। কিন্তু বহিরাগত অটোচালক সন্ধ্যার সময়ে যখন আনোয়ার হোসেন গাড়ী নিয়ে বের হয় তখন মদিনা মসজিদে এলাকায় গেলে তার গাড়িতে উঠে এলোপাতাড়ি ভাবে চার-পাঁচজন মিলে ধারালো অ,’স্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মারাত্মক আহত হয় । বর্তমানে তিনি মেডিকেলে চিকিৎসারত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *