শাহিন হত্যা মামলার ৩ আসামী আটক; আদালতে ২ আসামীর স্বীকারোক্তি
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [11 APRIL 2025]
গত ১৫ মার্চ ২০২৫ তারিখ রাতে খুলনা সদর থানাধীন বাগমারা খালপাড় রোডের ফাঁকা রাস্তার উপর দূর্বৃত্তরা গুলি করে শেখ শাহিনুল হক শাহিনকে হত্যা করে। এই ঘটনায় খুলনা থানা পুলিশ ঘটনাস্থলের আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সোর্স থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করতে সমর্থ হয়।
পরবর্তীতে নগরীর মহেশ্বরপাশা ও বাগমারা এলাকায় অভিযান চালিয়ে আসামী ১) শাহনেওয়াজ পারভেজ রনি(৩৪), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-মহেশ্বরপাশা নয়াপাড়া, থানা-দৌলতপুর, ২) আমিনুর (২০), পিতা-জুম্মান আলী, সাং-মহেশ্বরপাশা নয়াপাড়া, থানা-দৌলতপুর এবং ৩) হিরা ঢালী(২৮), পিতা-গুরুদাস ঢালী, সাং-আলাইপুর, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি-সাং-বাগমারা, থানা-খুলনা সদর, খুলনাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আমিনুর এবং হিরা ঢালী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীকে আটক করার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।