মাগুরায় জোরপূর্বক বিধবা মহিলার জমি দখলের অভিযোগ

মাগুরা প্রতিনিধি:
মাগুরায় জোরপূর্বক বিধবা মহিলার জমি দখলের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। ৮ই এপ্রিল মঙ্গলবার সদর থানায় জমি দখল ও নিরাপত্তা চেয়ে অভিযোগ দিয়েছেন মাগুরা পৌরসভার পারলা গ্রামের বিধবা সপ্না পারভিন নামের এক নারী। এর আগে মাগুরা সদর আর্মি ক্যাম্পকেও জমি দখল ও হুমকির বিষয়ে অবগত করেছেন বলে জানিয়েছেন ঐ নারী।

লিখিত অভিযোগে ঐ নারী জানিয়েছেন, ৮ এপ্রিল সকালে চাচাতো দেবর মোঃ তুহিন বিশ্বাস ও ইমরান বিশ্বাসসহ ৫/৬ জন সংঘবদ্ধভাবে হাতে লাঠিসোঠা, হাতুড়ী, লোহার রড নিয়ে আমার বসত বাড়ীর পূর্ব পার্শ্বে প্রবেশ করে সিমানার পিলার ভেঙ্গে ফেলে। তখন আমি ঘটনাস্থলে গিয়ে তাদের কাছে কারণ জিঙ্গাসা করলে মোঃ তুহিল বিশ্বাস আমাকে দেখা মাত্রই অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু করে। আমি নিষেধ করলে মো: ইমরান বিশ্বাস তার হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে মারপিট করার জন্য তেড়ে আসে। এবং তুহিন আমাকে জখম করার জন্য হাতে থাকা হাতুড়ী আমার দিকে ছুড়ে মারে। তখন আমার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আসলে তারা আমার উপর মারমুখি আচরণসহ খুন জখমের হুমকি ধামকি দেয়। তখন আমি নিরুপায় হয়ে ঘটনাস্থল ত্যাগ করি।
এর কিছুক্ষণ পর তারা আবারো দেশীয় অস্ত্র-সস্ত্র উচিয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যগনদের বসত বাড়ী ছেড়ে চলে যেতে বলে। অন্যথায় আমাদের বসত-বাড়ী ভাংচুর করে আগুনে পুড়ানোর হুমকি দেয়। এ বিষয়ে আমি পারিবারিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্ততায় মিমাংসা করার চেষ্টা করলে কোন সুফল হয়নি। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসন ও মিডিয়ার কাছে সঠিক বিচার দাবি করেন স্বপ্না খাতুন।

এ বিষয়ে তুহিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে স্বপ্না পারভীনের স্বামী মজিবুর রহমান জমি বিক্রি করেছে। কিন্তু লিখে দেয়নি। তবে রেকর্ড বর্তমানে আমাদের নামে! আজ থেকে ৩০ বছর আগে বাবা ও চাচার কাছে বিক্রি করে পুরো জায়গা জমি। তারা জমি রেজিস্ট্রি না করে গাছ গাছালি ও ঘর ভেঙে দিয়ে একপাশের জায়গা দখল করে নেয়। জমি রেকর্ড হয়েছে আমাদের নামে কিন্তু রেজিস্ট্রি করে দেয়নি তারা। এলাকার মুরুব্বী মতলেব খা, আমির খা, নবুওয়ার খা ও লতিফ খা এদের নলেজে ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *