চোরাই ইজিবাইকসহ ১ চোর আটকঃ কেএমপি
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [11 APRIL 2025]
কেএমপি’র আড়ংঘাটা থানা পুলিশের একটি চৌকস টিম ১০ এপ্রিল ২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব বিল পাবলা সংলগ্ন গ্রিন সিটি এলাকা থেকে মোঃ আকমান মোল্লা(২৬), পিতা-মোদাচ্ছের মোল্লা, সাং-পূর্ব বিল পাবলা, থানা-আড়ংঘাটা,
খুলনাকে আটক করা হয়। তার হেফাজত হতে চুরি হয়ে যাওয়া ১ টি ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।