শেরপুরের নকলায় মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে দূর্ঘটনায় প্রাণ গেল মায়ের

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিরিন আক্তার (৩৮) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরের দিকে চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি এলাকায় ওই ঘটনা ঘটে। শিরিন চরবসন্তি শিকদার পাড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। শিরিনের মেয়ের নাম সাদিয়া আক্তার বৃষ্টি। সে এবছর নারায়নখোলা উচ্চ বিদ্যালয় থেকে নকলা পৌরশহরে অবস্থিত নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শিরিন সকাল সকাল তাঁর মেয়ে সাদিয়াকে পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুপুরের দিকে চরবসন্তি এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা পেছন থেকে শিরিনকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে চালক পালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান শিরিন আক্তারের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাঁর মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *