লাল গালিচা দেখে রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা!
সিলেট প্রতিনিধি:
সিলেটের বিমানবন্দর থানায় এসে লালগালিচা দেখে রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ক্ষোভের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বললেন, এই প্রটোকল করতে করতে তোমাগো সময় শেষ। আসল কাজ করতে পারো না। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়ার জন্য অপেক্ষায় পুলিশ সদস্যরা। অন্যদিকে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানাতে ব্যস্ত। কিন্তু উপদেষ্টা নিচে লাল কার্পেট দেখে রেগে যান।
পাশে থাকা পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিডিওতে বলতে শোনা যায়, কত বার নিষেধ করেছি? এই প্রটোকল করতে করতে তোমাগো সময় শেষ। আসল কাজ করতে পারো না। উপদেষ্টা বলেন, এই পুলিশ কমিশনার কে? উঠাও (কার্পেট) এগুলো। তখন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অধস্তনদের বলতে শোনা যায় এই উঠাইয়া ফালাও। ভিডিওতে উপদেষ্টাকে বলতে শোনা যায়, যেটারে না করি ওইডা করো। কামডা না কইরা আকামডা করো। আমি বারবার বলছি এসব হবে না। ভিডিওতে পরে দেখা যায়, কয়েকজন মিলে কার্পেট তুলে নিয়ে দূরে নিয়ে যেতে। পরে উপদেষ্টা গার্ড অব অনার দেওয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে ঘুরে ঘুরে করমর্দন করেন।
এরপর থানা পরিদর্শন শেষে বের হওয়ার সময় পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে বিদায় নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদায় বেলায় সবার উপদেষ্টা শুভকামনা জানিয়ে তিনি বলেন, আপনারা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ভিডিও অনেকে শেয়ার দিয়েছেন। সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার গতানুগতিক ধারার প্রটোকল, লাল গালিচা সংবর্ধনাকে ক্ষোভ প্রকাশ করায় তার প্রশংসা করছেন সবাই।