ব্যবসায়ীকে মারধরের অভিযোগে শ্রমিকদল নেতা গ্রেপ্তার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে এক মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগে লতাচাপলী ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। গতকাল বুধবার রাতে ইউনিয়ন শ্রমিকদলের এই নেতাকে মহিপুর থানা পুলিশের একটি টিম তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
এর আগে গত ১৬ মার্চ মহিপুর থানা আওতাধীন আলীপুর বাজার সংলগ্ন থ্রি পয়েন্ট এলাকা থেকে মো. মশিউর রহমান নামের ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে তার কাছে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা লুট করে এবং বিবস্ত্র করে ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. মশিউর রহমান মহিপুর থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগ পত্র ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়,পটুয়াখালীর বাউফলের বাসিন্দা মশিউর, ব্যবসায়ীক কাজে তিনি আলীপুর থাকে। গত ১৬ মার্চ তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হলে থ্রি পয়েন্ট এলাকায় আসলে হঠাৎ কয়েকজন মিলে তাকে হাত, পা বেধে আলীপুর টোলপ্লাজা সংলগ্ন একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে ৫-৭ জনের একটি টিম তাকে মারধর শুরু করেন এবং তার সাথে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার ও এটিএম কার্ড নিয়ে যায়। কার্ড দিয়ে ২০ হাজার এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তার আত্মীয় স্বজন থেকে ফোন করে ৬০,০০০ টাকা নেয়। টাকা দেওয়ার আগ মুহুর্তে তাকে শারীরিক নির্যাতন চালায় ও তাকে বিবস্ত্র করে ছবি তুলেন এবং ভিডিও ধারণ করে।

ভুক্তভোগী মশিউর রহমান জানায়, আমাকে মারধর করার কারণে আমার শরীরে যখম আমি বয়ে বেড়াচ্ছি, আমাকে উলঙ্গ করে ভিডিও করে রেখেছে যা নিয়ে আমি সার্বক্ষণিক সামাজিকভাবে হেও হওয়ার শঙ্কায় রয়েছি। তাই আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান জানান, একজন ব্যবসায়ী’র সাথে এ ধরনের আচরণ আমি এবং আমার দলের অপছন্দীয় কাজ। দলের সিদ্ধান্ত পরিপন্থী কোনো কাজের দায়ভার দল নিবে না তাই তার বিরুদ্ধে যে অভিযোগ এ ব্যপারে খোঁজ নিচ্ছে দল। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছি। তাকে আজকে আদালতে প্রেরণ করা হবে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *