প্রতি বছরের ন্যয় এবছরও খুলনার বটিয়াঘাটায় সকাল ১০:০০ টায় শুরু হয়েছে এস,এস সি পরীক্ষা
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় বটিয়াঘাটা উপজেলায় ৩টি কেন্দ্রে এস,এস পরীক্ষা শুরু হয়েছে। তার মধ্যে বটিয়াঘাটা কেন্দ্রে মোট ১৪ টি স্কুল অংশগ্রহণ করছে। মোট শিক্ষার্থীদের সংখ্য ৫৪৮ জন। সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দেবদুলাল জোদ্দার, বটিয়াঘাটা হেড কোয়াটার মাধ্যমিক বিদ্যালয়। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন, ১) পুরুষোত্তাম রায়, সুরখালী মাধ্যমিক বিদ্যালয় ও ২) গোবিন্দ কুমার সরদার, সুখদাড়া মাধ্যমিক বিদ্যালয়।