খুলনায় ৪৫ হাজার টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেফতার
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনা নগরীর দৌলতপুর থানা এলাকার একটি বাড়ীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের যৌথ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ টাকাসহ চার জন গ্রেফতার হয়েছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী দৈনিক জন্মভূমিকে বলেন, রাতে যৌথ বাহিনির সদস্যরা ওই এলাকায় আরেকটি অভিযান পরিচালনাকালে খবর পান, বাংলার মোড়স্থ জনৈক কাওসার মিয়ার বাড়ীতে জুয়ার আসর বসেছে। তখন সেখান থেকে আসামিদের পাকড়াও করা হয়। তাদের হেফাজত হতে নগদ ৪৪ হাজার ৬শ’ ৫০ টাকা এবং দু’ সেট তাস আলামত হিসেবে জব্দ করা হয়।
এ ঘটনায় জুয়া আইনে একটি মামলা দায়ের হয়েছে। আসামিরা হচ্ছে, হারুন শেখ (৪০), লিটন গাজী (৫৭), নাসির (৪৫) এবং আবুল হাসনাত ওরফে রুবেল (৪৫)। তারা খালিশপুর থানার পৃথক-পৃথক এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।