আপনারেই কিন্তু রিপেয়ার করে দিব, নির্বাহী প্রকৌশলীকে স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার সরেজমিনে জেলার গোবিন্দপুরে রাবার ড্যামটি পরিদর্শনে গিয়ে সুনামগঞ্জের এক নির্বাহী প্রকৌশলীকে মেরামত করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মোবাইলে ফোনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জানেন না যে আমরা আসব এখানে? ওহ, আপনি খোঁজও রাখেন নাই। আপনার ড্যামে ই হয়ে (লিক) রয়েছে কেন? রাবার ড্যাম। ’ বিপরীত প্রান্ত থেকে কিছু বলার পর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কয় দিন লাগব? শোনেন, তাইলে কিন্তু আপনারেই রিপেয়ার করে দিব। বুঝতে পারছেন? আপনারেই কিন্তু রিপেয়ার করে দিব। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি। কাম করবেন না।
নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে কিছু একটা শোনার পর তিনি বলেন, ‘না পয়সা খান না, আপনার নাম, নাম্বার সব দেন। রাবার ড্যাম আপনি সাত দিনের মধ্যে শেষ করবেন। সাত দিনের মধ্যে শেষ করবেন। আর আপনি আহেন নাই কেন এদিকে? আপনি আছেন কোন জায়গায় এহনে, আসেন এহানে। ’ এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জায়গার নাম জিজ্ঞাসা করে নির্বাহী প্রকৌশলীকে ঠিকানা দেওয়ার চেষ্টা করেন। পরে তার পাশে থাকা এক ব্যক্তি মোবাইল ফোন নিয়ে বলেন, ‘এক্সএন (নির্বাহী প্রকৌশলী) সাব, গোবিন্দপুর প্রাইমারি স্কুলের সামনে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন।’