সাপাহারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: দখলদার ইসরাইলের আগ্রাসন, গণহত্যার বিরুদ্ধে মসজিদুল আকসা পূণরুদ্ধারে ও মাজলুম, ফিলিস্থিনির সমর্থনে নওগাঁর সাপাহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাপাহার উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে ৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে সরকারি কলেজ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরোপয়েন্ট মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. হাসান আলি, উপজেলা যুগ্ম আহবায়ক রেজোয়ান হোসেন, সাপাহার সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক রিপন হাসান, শাকের, মেহেরাব প্রমূখ।