গাজাবাসীদের উপর ই’সরাইলিদের হামলার প্রতিবাদে সাপাহারে বিএনপির প্রতিবাদ সমাবেশ

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের উপর ই’সরাইলিদের হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাপাহার উপজেলা শাখার উদ্যোগে ইসরাইলি পণ্য বর্জন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় জিরোপয়েন্ট মুক্ত মঞ্চের সামনে সাপাহার উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি জিরো পয়েন্ট থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়।

পরে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের মনোনয়ন প্রত্যাশি এ্যাডভোকেট মাহমুদুস সালেহীন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা যুবদলের সাবেক সহ সাধারন সম্পাদক ও ছাত্রনেতা প্রভাষক জুয়েল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোতাহার হোসেন, সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল মামুন, শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

সকল ইসরাইলি পণ্য বর্জন করে প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *