খুলনা মহনগীরর সদর থানাধীন নিউমার্কেট এর সামনে ধারালো চাপাতি দিয়ে একজন ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখম
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনা মহানগরীর সদর থানাধীন নিউ মার্কেট ১০ তলা ভবনের সামনে ০৯/০৪/২৫ খ্রিঃ-তারিখঃ অনুমানঃ ০৩ঃ০০ ঘটিকায় মোঃ ভুট্টো সরদার (৪৬), পিতা মোঃ সুলতান সরদার, সাং বড় বয়রা বৈকালী পাম্পের পাশে থানাঃ-খালিশপুর খুলনা মহানগরী জানায় তিনি তার প্রতিবেশী শ্যালক দিপু (২৭) পিতাঃ মোঃ শাজাহান ঠিকানা একই কে নিয়ে বৈকালী থেকে মোটরসাইকেল যোগে ডাকবাংলার উদ্দেশ্যে যাওয়ার সময় নিউমার্কেট ১০ তলা ভবনের সামনে পৌঁছালে হঠাৎ করে ৮-১০ জন অজ্ঞাতনামা ছিনতাইকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে। ধারালো চাপাতি দিয়ে বাম হাতের কনুই এর নিচে এবং ডান হাতের বাহুতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার কাছে থাকা ৬৫,০০০/- (পঁয়ষট্টি হাজার) টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে যায়। এবং মোটরসাইকেলটি ভাঙচুর করে পালিয়ে যায়। পরবর্তীতে তার সাথে থাকা শ্যালক তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ০৩ঃ৫০ ঘটিকায় সার্জারি-০২ বিভাগের (১১-১২) ভর্তি করেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। এ সংক্রান্তে খুলনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।