শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ভারতীয় সীমান্ত এলাকায় গারো পাহাড়ের জীববৈচিত্র্য, পরিবেশ, ফসলি জমি, ঘরবাড়ি, পাহাড় ও রাস্তাঘাট ধ্বংস করে খরস্রোতা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও বালু উত্তোলনে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

৭ এপ্রিল সোমবার দুপুরে ছাত্রজনতার উদ্যোগে শ্রীবরদী উপজেলা সদরের চৌরাস্তায় ওই বিক্ষোভ মিছিল হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রজনতা। ওইসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য দেন প্রকৃতি ও পরিবেশ কর্মী ব্যারিষ্টার শাহাদাত হোসেন জিকু , শিক্ষার্থী ও পরিবেশকর্মী সুলতান মাহমুদ সুমন, শিক্ষার্থী আরিফ হোসেন প্রমুখ।

বক্তাগণ বলেন শ্রীবরদী উপজেলায় সরকার নির্ধারিত কোন বালু মহাল না থাকার পরও গারো পাহাড় এলাকার চান্দাপাড়া, মাটি ফাটা, বাবেলাকোনা ও হারিয়াকোনা গ্রাম দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী ঢেউপা এবং খাড়ামোড়া, হালুহাটি, রাঙাজান ও বালিজুরী গ্রাম দিয়ে বয়ে যাওয়া সোমেশ্বরী নদীর বিভিন্ন অংশে দিনে ও রাতে প্রকাশ্যে ডেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু লুটপাট অব্যাহত রয়েছে। প্রশাসনকে লিখিত অভিযোগ ও স্মারকলিপি প্রদান করা হলেও অদৃশ্য কারণে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এতে করে হুমকির মুখে রয়েছে চান্দাপাড়া ব্রিজ, রাঙাজান মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বালিজুরী ঈদগা মাঠ, নদীর দু’পাশে শতশত ঘরবাড়ি, ফসলি জমি ও পাহাড়ি রাস্তা । স্থানীয় বিজিবি ক্যাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন বক্তারগণ।আলোচনা সভায় অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও অবৈধভাবে উত্তোলিত বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান বক্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *