রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি: দখলদার ইসরাইলের আগ্রাসন, গণহত্যার বিরুদ্ধে মসজিদুল আকসা পূণরুদ্ধারে ও মাজলুম, ফিলিস্থিনির সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি রানীনগর সরকারি শেরেবাংলা কলেজ মাঠ থেকে শুরু হয়ে রানীনগরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
রানীনগর উপজেলার সাধারণ ছাত্র ও রানীনগরের সর্বস্তরের সর্বোচ্চ জনসাধারণের আয়োজনে ৭ এপ্রিল (সোমবার) বেলা ১১ টায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা-উল -হক লিটন।
উপস্থিত ছিলেন রানীনগর উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক মুজাক্কির হোসেন, রানীনগর উপজেলা জাতীয়তাবাদী সৈনিক দলের সভাপতি মো : পাভেল রহমান, সাধারণ ছাত্র প্রতিনিধি আবু হাসান রকি, তৌফিক হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: বিশাল, সালমান ফারসি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মতিউর রহমান উজ্জল সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী সহ উপজেলাবাসী উপস্থিত ছিলেন।