দাকোপে ১১০ কেজি হরিণের মাংসসহ আটক ১

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার দাকোপে ১১০ কেজি সুন্দরবনের হরিণের মাংসসহ নব মুসলিম আরিফুল ইসলাম (২৪) নামে এক চোরা শিকারীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা। আরিফুল কালাবগি এলাকার কেনা গাজির ছেলে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঠাকুর বাড়ি খেয়াঘাট সংলগ্ন ভদ্রা নদী থেকে আটক করা হয়। এসময়ে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফের অন্যতম সহযোগি শ্রীনগর এলাকার কওছার মোল্যার ছেলে শাহজাহান মোল্যা (৪৫) ও শাহজাহান মোল্যার ছেলে অনু মোল্যা (২৪) সহ একজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। এ সময়ে কোস্টগার্ড দুইটি নৌকা জব্দ করেন। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান। জব্দকৃত হরিণের মাংস, নৌকা এবং আটক আরিফুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *