খুলনায় পুলিশের ওপর হামলা মামলার তিন আসামির জামিন

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনা সদর থানায় দায়ের হওয়া পুলিশের কাজে বাধাদান ও জখমের মামলার তিন আসামি সোমবার আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তারা হলেন, ৫ নং মাছঘাট গ্রীনল্যাণ্ড আবাসন এলাকার বাসিন্দা মোঃ তারেক মোল্লা ওরফে তারেক রহমান (২২), মোঃ শহিদুল হওলাদার (৪৪) এবং মোঃ হৃদয় হাওলাদার (১৯)। গত ৪ এপ্রিল আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের ইন্সপ্টের মোঃ এবাদ আলী এ মামলাটি দায়ের করেছিলেন। মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি পলাতক আছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল রাতে ৬ নং স্কীট ঘাটস্থ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনের সড়কে পুলিশ একটি তল্লাশি চৌকি বসিয়েছিলেন। একটি মোটর সাইকেল যোগে তিন জন চেকপোস্ট অতিক্রম কালে পুলিশ তাদেরকে থামার সংকেত দেন। তখন আরোহীরা মোটর সাইকেলটি ফেলে সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে তারা অন্য আসামিদের নিয়ে এসে মোটর সাইকেলটি ফেরত নেবার চেষ্টা করেন। তাদের কাছে বৈধ কাগজ-পত্র চাইলে তারা উত্তেজিত হয়ে মোটার সাইকেলটি জোর পূর্বক নিয়ে যাবার চেষ্টা করেন। বাধ্ াদিলে আসামিরা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। এতে সাত জন পুলিশ সদস্য জখম হন। তাৎক্ষনিকভাবে অতিরিক্ত পুলিশ ফোর্সের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে তিন জন গ্রেফতার হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। আসামিদের ব্যবহৃত একটি নাম্বার প্লেট বিহীন মোটর সাইকেল জব্দ করা হয়। সূত্রমতে, আহত পুলিশ সদস্যরা খুলনা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নেন। গ্রেফতার এড়ানোর চেষ্টাকালে ধস্তাধস্তিতে পড়ে যয়ে আহত তিন আসামিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসার জন্য পাঠানো হয়। আদালতের এক কর্মকর্তা জানান, তিন আসামির আইনজীবীর জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, মোঃ তারেক মোল্লা ওরফে তারেক রহমান ইসলামী ছাত্র শিবিরের খুলনা আযমখান কামর্স কলেজের শাখার সভাপতি বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *