ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ইছাহাক আলী
নয়ন বাবু, নওগাঁ প্রিতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এছাহাক আলী ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি, তা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হয়। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান শিক্ষা আমাদের সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করুক। পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করুক।”
আলহাজ্ব ইছাহাক আলী আরও বলেন, “ধনী-গরিব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে আমরা এগিয়ে যাব। ঈদ আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তাই সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত।”
ঈদ পরবর্তী শুভেচ্ছায় তিনি বলেন,” পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন দিন পার হয়ে গেলো! নওগাঁ-৬ আসন (রানীনগর উপজেলা ও আত্রাই উপজেলা ) বাসীকে তথা সারাদেশের সব মুসলমানকে ঈদ পরবর্তী আন্তরিক শুভেচ্ছা ও মোবারক জানাই। বিশ্ববাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।”