পিএসসির ফটক ভেঙে ভেতরে আন্দোলনকারীরা
ঢাকা আগারগও প্রতিনিধি:
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা পিএসসির ভেতরে ঢুকে পড়েন। পরে তাদের সঙ্গে কমিশনের সভা শুরু হয়। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরতরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। পরে তাদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অন্যদিকে, দুপুরে পিএসসিতে সাংবাদিকদের ব্রিফ করেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক নয় বলে মন্তব্য করেন। তার সেই মন্তব্য সংবাদমাধ্যমে দেখার পর চাকরিপ্রার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে দুপুর পৌনে ৩টার দিকে পুলিশের ব্যারিকেড পার হয়ে পিএসসির ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিপ্রার্থীরা। পরে তাদের সঙ্গে বৈঠক বসতে চান বলে জানান পিএসসি কর্মকর্তারা।