ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ চারজন গ্রেপ্তার: পুলিশ
ঢাকা রাজধানী প্রতিনিধি:
রাজধানীর কদমতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে কদমতলী থানা–পুলিশ। রোববার কদমতলীর মুরাদপুর ক্যাপ্টেন মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজু মল্লিক ওরফে বাধা রাজু (৩৩), মো. অন্তর (২৫), মিজানুর শেখ (৩৫) ও মো. মহসিন (৩৩)। এ সময় তাঁদের কাছ থেকে একটি দা, দুটি সুইচ গিয়ার ও একটি রড উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
কদমতলী থানা সূত্রে জানা যায়, কদমতলী থানার মুরাদপুর ক্যাপ্টেন মাঠের ভেতরে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করতে তাঁরা দেশি অস্ত্রসহ ওই এলাকায় একত্র হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।