বাদ দেয়া হলো আফগানিস্তানের নাম মার্কিন নিরাপত্তা হুমকির তালিকা থেকে
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা সম্প্রতি তাদের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বিশেষভাবে জাতীয় নিরাপত্তার হুমকির তালিকা থেকে আফগানিস্তানকে বাদ দেয়া হয়েছে। আগের বছরের প্রতিবেদনের তুলনায় এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেখানে আফগানিস্তানকে নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছিল। এই পরিবর্তন ইঙ্গিত দেয় যে বর্তমানে মার্কিন গোয়েন্দা সম্প্রদায় আফগানিস্তানকে আর যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে না।
এই সিদ্ধান্ত ইমারতে ইসলামিয়ার প্রতিরোধ গোষ্ঠীর লড়াইয়ে দৃঢ় সংকল্প এবং ইচ্ছাশক্তির প্রতি একটি পরোক্ষ স্বীকৃতি হিসেবেও দেখা যেতে পারে। নতুন প্রতিবেদনে ইরান, সোমালিয়া এবং সিরিয়ায় আল-কায়েদার উপস্থিতিসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে আফগানিস্তানকে এই ধরনের গোষ্ঠীর ঘাঁটি হিসেবে উল্লেখ করা হয়নি। প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ক্রমবর্ধমান ক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দা সম্প্রদায় উদ্বিগ্ন। এই গোষ্ঠীর আল-কায়েদার সাথে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। যদিও টিটিপি প্রধানত পাকিস্তানকে লক্ষ্য করে, তবুও তাদের কার্যক্রম এই অঞ্চলকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে এবং বিশ্ব নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে।
এই পটভূমিতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিশ্চিত করছে যে কোনো ব্যক্তি বা সত্তাকে আফগান ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো জাতির জন্য হুমকি সৃষ্টি করতে দেয়া হবে না। এর আগে ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আল আরাবিয়া নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, ইসলামিক আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী। তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তান অন্যান্য জাতির সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো ধরনের পূর্বশর্ত আরোপ করছে না।