টঙ্গীতে রিক্সা চালককে ছিনতাইকারী অপবাদ দিয়ে ছাত্রদল নেতার চাঁদাবাজি

টঙ্গী’র (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে অটোরিকশা চালকের কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা মশিউর রহমান মাসুম ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ কাওছার (১৮) এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কাওছার তার বন্ধুসহ অটোরিকশায় করে বেক্সিমকো সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় মাসুম ও তার সহযোগী নাঈমসহ আরও ৩-৪ জন তাদের পথরোধ করে গালিগালাজ করে এবং চেরাগ আলী এলাকায় নিয়ে যায়। সেখানে কাওছার ও তার বন্ধুকে মারধর করে ৫,০০০ টাকা চাঁদা দাবি করে তারা। পরে কাওসারের বাবার কাছ থেকে এক হাজার টাকা আদায় করে তারা। এসময় অভিযুক্তরা পর দিন সন্ধ্যার মধ্যে বাকি ৪ হাজার টাকা দিতে বলেন। টাকা না দিলে ভুক্তভোগীকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয় তারা। ভুক্তভোগী রিকশা চালক কাওছার বলেন, আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। শুধুমাত্র গান বাজানোর অপরাধে আমাকে ছিনতাইকারী অপবাদ দিয়ে মাসুম ও তার দলবল আমাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এবং টাকা দাবি করে। পরে তারা আমার বাবার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এদিকে, মশিউর রহমান মাসুমের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক অপপ্রচারের অভিযোগও রয়েছে। সেলিম কাজল নামে এক ব্যক্তি থানায় দায়ের করা আরেক অভিযোগে উল্লেখ করেছেন, মাসুম তার ফেসবুক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে মানহানির শিকার করেছেন। এছাড়া, মাসুমের বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন, ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগও উঠেছে। এ বিষয়ে সেলিম কাজল বলেন, মাসুম দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। সে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার চেষ্টা করছে। আমি চাই, আইনশৃঙ্খলা বাহিনী তার অপকর্মের যথাযথ ব্যবস্থা নিক।

তিনি আরও বলেন, তার সব কর্মকান্ডের বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তারা পরিবারকে জানালে তারা এর কোন ব্যবস্থা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। তারা মাসুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এসব বিষয় অভিযুক্ত মাসুম এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রাজনীতি করি একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *