অনিয়ম,দুর্নীতির অপরাধে সিলেট কর আইনজীবী সমিতি থেকে আইনজীবী কামাল আহমদ বহিস্কার

সিলেট প্রতিনিধি: সিলেট জেলা কর আইনজীবী সমিতির এক সদস্যের বিরুদ্ধে নানা অনিয়ম,দুর্নীতি ও সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোক্ত কর আইনজীবী ব্যক্তির নাম কামাল আহমদ তিনি সিলেট কর আইনজীবী সমিতির সদস্য। অভিযোগ সূত্রে জানায, তিনি দীর্ঘ দিন ধরে আইনজীবী সমিতি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ, কর দাতাদের নানা ভাবে হয়রাণী, নারী কেলেঙ্কারি, বিদেশে ছাত্র-ছাত্রী পাঠানো নামে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসে। এসব নানা ধরণের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় (২০২৪ইং) সিলেট কর আইনজীবী সমিতি’র বিদায়ী কমিটি সর্বসম্মতি ক্রমে আইনজীবী কামাল আহমদকে বহিস্কার করা হয়। বিদায়ী কমিটির সিদ্ধান্তের আলোকে ১৩ ফেব্রুয়ারী ২০২৫ইং বহিস্কার কার্যকর করা হয়। এ নিয়ে কর আইনজীবী সমিতি থেকে ইতিপূর্বে কামাল আহমদকে ২ বার বহিস্কার করে থাকে বলে জানা গেছে।
এ ব্যাপারে বর্তমান কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, ২০২৪ সালের বিদায়ী কমিটি আইনজীবী কামাল আহমদের বিরুদ্ধে নানা অনিয়ম এর কারণে বহিস্কার করেছেন, তাদের সিদ্ধান্তের আলোকে নতুন কমিটি কার্যকর করেছে, তিনি বহিস্কার হয়েছেন তার সত্যতা নিশ্চিত করনে।
সাধারণ সম্পাদক আইনজীবী ফজলুর রহমান শিপু আমাদের প্রতিবেদকে জানান, তিনি দীর্ঘ দিন ধরে কর আইনজীবী সমিতি নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করে আসছেন বলে পূর্বের কমিটি তাকে সমিতি থেকে বহিস্কার করে গেছেন, আমরা নতুন কমিটি তা কার্যকর করেছি।
বহিষ্কৃত আইনজীবী কামাল আহমদের সাথে কথা বলে তিনি উত্তেজিত হয়ে বলেন, আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাংবাদিকদের নাক গলানোর অনূমতি আপনাকে কে দিয়েছে। তাছাড়া আপনি সিলেট কোন প্রেসক্লাবের সদস্য, আপনি যা ইচ্ছা তাই করেন, আমার কিছু যায়-আসে না।
আরো জানা যায়, কামাল আহমদ নিজের অপকর্ম ঢাকতে তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য হয়ে বিভিন্ন নামে বেনামে কয়েকটি ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও স্থানীয়, জাতীয় পত্রিকার কার্ড ব্যবহার করে অন্তরালে মানব প্রচার ব্যবসার অভিযোগ রয়েছে। বিদেশে মানব প্রচার কারতে গিয়ে টাকা আত্মসাৎ এর অভিযোগের সিলেট জিন্দাবাজারস্থ এক নামি-দামী শপিং মহল থেকে তার নিজস্ব ট্রাভেলস এজেন্সি বন্ধ করে দিয়ে তাড়িয়ে দেয় মার্কেট কর্তৃপক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *