খুলনার কুখ্যাত স*ন্ত্রা*সী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান ।
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
খুলনা সদর থানাধীন শামসুর রহমান রোডস্থ ভারতীয় সহকারি হাই কমিশন অফিসের সামনে খুলনার কু*খ্যা*ত স*ন্ত্রা*সী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চালিয়েছে, আজ ৪এপ্রিল রাত ৪টার দিকে। অভিযান পরিচালনার সময়ে কু*খ্যা*ত সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাসা থেকে একটি পি*স্ত*ল, চার রাউন্ড গু*লি, একটি চাপাতি, ২টি মোটরসাইকেল এফ জেড ভার্সন টু ব্লু কালারের, ১২ লক্ষ ১২ হাজার টাকা এবং সোহাগ সৌরভের বাসা থেকে তের লক্ষ বিরানব্বই হাজার পাঁচশ তেপান্ন টাকা এবং ৪২৪০ ভারতীয় রুপি উদ্ধার উদ্ধার করেছে যৌথ বাহিনী, ঘটনাস্থল থেকে গ্রেনেট বাবুর ভাই রাব্বি ও বাবা মিন্টু চৌধুরী এবং সোহাগ সৌরভের মাকে সদর থানা পুলিশ হেফাজতে নেয় বলে জানাগেছে