রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
রাজধানীর বনশ্রীতে ইংরেজি দৈনিকের এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।বুধবার (২ এপ্রিল) দিবাগত ২ জনকে রাতে ও বৃহস্পতিবার (৩ এপ্রিল) আরও একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ থানার মিজানুর রহমান খানের ছেলে সোয়েব রহমান জিশান, বরিশালের সদর উপজেলার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রাইসুল ইসলাম (২১) এবং একই এলাকার নুরুল আমিনের ছেলে মো. কাউসার হোসেন (২১)।

এর আগে, বুধবার রাত ৮টার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অভিযোগ করেন বাসার সামনে জুসের দোকানে গেলে তাকে উত্ত্যক্ত করে বখাটেরা। এর প্রতিবাদ জানালে ঐ সাংবাদিক ও তার ছোটভাইকে মারধর করা হয়। বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়।

ঘটনাটি ফেসবুকে পোস্ট করেন ওই নারী সাংবাদিক এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীদের একজন নিজেকে সাংবাদিক দাবি করে উল্টো হুমকি দেয়। এ ঘটনায় জিসান ও পার্থিব নামে দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনের নামে রামপুরা থানায় মামলা করেন ভুক্তভোগী।

পরবর্তীতে গভীর রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী বেইলী রোড থেকে রাইসুলকে আর গেন্ডারিয়া থেকে কাউসারকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *