‘বিনা সংস্কারে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না’

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
গতকাল বুধবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার মাঠে বড় মহেশখালী ইউনিয়ন জামায়াত আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘যারা সংস্কার মানি না, সংস্কার চায় না, সংস্কার এই সরকারের কাজ নয় বলে আসফালন করেন। তারা প্রকৃত অর্থে ফ্যাসিবাদের পুনর্বাসন করতে চায়। বিনা সংস্কারে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না।’

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘মাজা শক্ত করে আপনারা দাঁড়ান, জনগণ আপনাদের পাশে আছে, জনগণ যেটা চাই সেটাই আপনাদেরকে করতে হবে। জনগণ চায় আগে বিচার ও সংস্কার, তারপরে নির্বাচন।’ তিনি বলেন, ‘বিগত ১৫ বছরের ও ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড হয়েছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সংবিধান ধ্বংস করা হয়েছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, অর্থনীতি লুটপাট করা হয়েছে, দুর্নীতি দুঃশাসন বাংলাদেশকে জাহান্নামে পরিণত করা হয়েছিল, সে জায়গায় সংস্কার এনে আমাদেরকে নির্বাচনে যেতে হবে।’

ইউনিয়ন সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে আরও বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোছাইন, অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যাপক জামাল হোছাইন, অ্যাডভোকেট ইব্রাহীম খলীল, অ্যাডভোকেট ফরিদুল আলম, মহেশখালী উপজেলা দক্ষিণের আমির মাস্টার শামিম ইকবাল, উত্তরের আমির মাস্টার নজরুল ইসলাম, নায়েবে আমির মাস্টার আজিজুল হক, মাস্টার আব্দুল মাজেদ, মাস্টার আক্তার কামাল, হুমায়ুন কবির আযাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *