নালিতাবাড়ীতে ওয়ারিশান সম্পত্তি নিয়ে ভাইবোনের মারামারি, ভাই নিহত

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ারিশান সম্পত্তি নিয়ে সহোদর ভাইবোনের মধ্যে মারামারির ঘটনায় বড় ভাই দুলাল মন্ডল (৬০) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

২ এপ্রিল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত দুলাল মন্ডল স্থানীয় মৃত আব্দুল কাদির মন্ডলের ছেলে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আশকর আলী নামে এক প্রতিবেশীকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের জীবিত দুই ছেলে দুলাল মন্ডল ও হেলিম মন্ডল এবং দুই মেয়ে হামিদা বেগম ও তাকমিনা বেগমের মধ্যে ওয়ারিশান সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এসব দ্বন্দ্ব গ্রামের মাতব্বর ও আত্মীয় স্বজনরা ন্যায্যতার ভিত্তিতে মীমাংসা করার চেষ্টা করেন। দ্বন্দ্বের জের ধরে বুধবার সকাল ৯টার দিকে হেলিম মন্ডল তার নিজের বসতভিটায় আকাশমনি ও ইউক্লিপটাস গাছ কাটতে যান। ওইসময় ভাই দুলাল মন্ডল, বোন হামিদা ও তাকমিনা গিয়ে বাঁধা দেন। এনিয়ে ভাইবোনের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বোনেরা মিলে ভাই দুলাল মন্ডলের গলা টিপে ধরলে দুলাল মন্ডল গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুলাল মন্ডলের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। একইসাথে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *