ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির উন্নয়নমূলক মতবিনিময় সভা
দেবহাটা প্রতিনিধি ।। ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির আয়োজনে দেবহাটার উন্নয়নে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ এপ্রিল সকাল ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সাধারন সম্পাদক তাহাজ্জত হোসেন হিরুর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকাস্থ সমিতির সভাপতি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের জিএম খাইরুল ইসলাম জীবন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ন সচিব) মোঃ আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সাবেক সচিব শফিকুল আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপদেষ্টা ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ নিমাই মন্ডল, ঢাকা আহছানিয়া মিশনের সহ-সভাপতি ও কৃষিবিদ খলিলুর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের হেলফ সেক্টরের পরিচালক সমিতির উপদেষ্টা ইকবাল মাসুদ, দেবহাটা থানার ওসি হযরত আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা আমির মাওলানা অলিউল ইসলাম, বিশিষ্ট ক্রীড়াবিদ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফসার আলী মাস্টার।অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সরকারী কেবিএ কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন, দেবহাটা সমিতির উপদেষ্টা রিয়াজুল ইসলাম হাসা, দেবহাটা কলেজের অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক যুবদল সভাপতি বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর,কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জল, দরদির প্রতিষ্টাতা আব্দুল্লাহ আল মামুন, দরদির প্রতিষ্টাতা নাসিম হাসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোকলেসুর রহমান মুকুল, ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন প্রমুখ। এছাড়া আরো দল-মত নির্বিশেষে সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দেবহাটার সার্বিক উন্নয়ন, ইছামতি নদীর ভেড়িবাধ রক্ষা, উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, মাদক নির্মূল করা সর্বপরি উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আলোচনা করা হয়। পরে কর্মকর্তাবৃন্দ থানার পাশের ঝুকিপূর্ণ বেড়িবাঁধ ও দেবহাটার রুপসী ম্যানগ্রোভ ফরেস্ট পরিদর্শন করেন।