ইসলামপুরে ঈদ পূর্ণমিলনী এসএনসি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে ঈদ পূর্ণমিলনী এসএনসি কলেজের পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চিনাডুলী এসএন সি আদর্শ কলেজ আয়োজনে কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা এস এম আব্দুল হালিম।

এসএন সি আদর্শ কলেজের নির্বাহী কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,জেলা জামায়াতে নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান,সরকারী তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদর উদ্দিন আহমেদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক আমাদের প্রধান সম্পাদক অধ্যাপক মোঃ ফাতিহুল কাদীর, সি এন সি আদর্শ কলেজ অধ্যক্ষ রহুল আমীন,উপজেলা জামায়াতের আমীর রাসেদুল ইসলাম,কলেজের গর্ভনিং বডির সদস্য ওয়ারেছ আলী,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহাগ খান লোহানী প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় শিক্ষার্থীসহ স্থানীয়রা দীর্ঘ ২১ বছর কলেজের এমপিও না হওয়ার আক্ষেপ প্রকাশ করেন। দ্রুত এমপিও ভুক্তির দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি উন্নত ইসলামপুর গড়তে আগামী নির্বাচনে সকলের সহযোগীতা কামনা করেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *