মানিকগঞ্জে জামায়াত নেতা ও তার ভাইয়ের বাড়িতে ভাঙচুর-আগুন আজিমনগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক এর নেতৃত্বে

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে জামায়াত নেতা ও তার ভাইয়ের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন নেভাতে গেলে কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের বসন্তপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান। আহতরা হলেন বসন্তপুর গ্রামের বাসিন্দা ও আজিমনগর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি আফজাল মৃধা (৬৭), একই এলাকার ফারুক (৪৭), নুর হাফেজসহ (২৫) সাতজন। আহতদের মধ্যে চারজনকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফারুক ও নুর হাফিজের অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতদের অভিযোগ, আজিমনগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার, শামসুদ্দিন শিকদার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার ভাই আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। পরে প্রতিবেশীসহ বিএনপির কয়েকজন আগুন নেভাতে গেলে তাদের দেশীয় অস্ত্র চাপাতি, কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়।
আহত নুর হাফেজ বলেন, ‘চেয়ারম্যানের বাড়ির আগুন না নেভালে আমগোও বাড়ি পুড়তো। নেভাতে গেলে জাহাঙ্গীর শিকদার, মনিরের লোকজন হামলা করে।’ ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘ঈদের দিন আমার বাড়িতে সংগঠনের উপজেলা সভাপতিসহ অনেকে আসেন। আমরা খাওয়া- দাওয়া করি। গতকাল রাতেই আমাকে হুমকি দেয় জাহাঙ্গীর শিকদার, শামসুদ্দিন শিকদার ও যুবলীগ নেতা মনিরের লোকজন। আজ তাদের নেতৃত্বে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমাদের লোকজনকে কোপানো হয়েছে।’

হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা বলেন, ‘আওয়ামী লীগ নেতা বিল্লাল চেয়ারম্যানের ভাই আব্দুর রহমানতো আওয়ামী লীগ নেতা। গতকাল বিল্লাল চেয়ারম্যানের লোকজন আওয়ামী লীগের লোকজন নিয়ে মিটিং করেছে বলে শুনেছি। আজ কে বা কারা আগুন দিয়েছে জানি না। আগুন নেভাতে গেলে আমার দলীয় লোকজন মার খেয়েছে।’ এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *