থানা হেফাজতে আত্মহত্যা করল ধর্ষক মামলার আসামি
ভোলা প্রতিনিধি:
ঈদের দিন ভোলারর পল্লিতে ২ সন্তানের জননিকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত আসামি মো. হাসান (২৩) থানা হেফেজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযো পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় ভোলা সদর মডেল থানার বাথরুমে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত হাসান ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামে বাসিন্দা। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঈদের দিন দুপুর ১ টার দিকে ওই গৃহবধু হাসানের বাড়িতে ফ্রিজে মাংস রাখতে গেলে। হাসান তাকে একা পেয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসি তাকে ধরে গনধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার ভোলার জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর থানা হেফাজতে নিয়ে আসা হলে গতকাল রাত ১২ টায় তিনি থানার বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ’ তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।’