কেন জিডি করলেন ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের পরিচালক আব্দুল জব্বার?

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
অনেকদিন ধরে বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে আসেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

টেলিভিশনের পর্দায় কিংবা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ছে বিভিন্ন অভিযানের মাধ্যমে বাজারে ন্যায্য দাম প্রতিষ্ঠার লড়াইয়ে নিরলস কাজ করছেন আব্দুল জব্বার মন্ডল। সেই আলোচিত আব্দুল জব্বার মন্ডলই এবার থানায় জিডি করেছেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন।জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নামে ফেসবুকে খোলা হয়েছে ভুয়া অ্যাকাউন্ট এবং পেজ। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার (৩১ মার্চ) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন আব্দুল জব্বার। পোস্টে তিনি ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে দেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। পোস্টে তিনি লেখেন, ‘আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে (জিডি নম্বর: ১৬৯৯ তারিখ: ৩১ মার্চ ২০২৫)। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।’ পোস্টের শেষে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *