iphone সহ মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ: কেএমপি
বিভাগীয় প্রতিনিধি খুলনা।
এম এ জলিল
নগরীর ময়লাপোতা মোড় ষাট গম্বুজের সামনে থেকে iphone সহ মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ।
৩০ মার্চ ২০২৫ রবিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর ব্যাস্ততম ময়লাপোতা মোড় ষাট গম্বুজের সামনে থেকে জনৈক ব্যক্তির iphone সহ মোটরসাইকেল ছিনতাই করার সময় জনগণের সহযোগিতায় কেএমপির কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট শরিফুল হাসান ও সার্জেন্ট হারুন অর রশিদ ছিনতাইকারী ইয়ামিন হাসান রকি (২৩), পিতা-মিজানুর রহমান, ২নং কাশেম সড়ক, খুলনা সদর থানা, খুলনাকে আটক করে।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত iphone সহ মোটরসাইকেল এবং ছিনতাইকারীকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।