নকলায় ১০ হাজার মুসুল্লির ঈদের বড় জামাত কায়দা-বাজারদী গোরস্থান ঈদগাহ মাঠে
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কায়দা-বাজারদী গোরস্থান ঈদগাহ মাঠে।
৩১ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টায় নকলা পৌরশহরের ওই মাঠে প্রায় ১০ হাজার মুসুল্লি একসাথে পবিত্র ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করেছে। মাঠে নামাজ আদায় করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইলিয়াস হোসেন খানসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ।
নামাজে ইমামের দায়িত্ব পালন করেছেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সালাম বিন নুরুল্লাহ। ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি সূত্রে জানা যায় তিনি প্রায় ১৪ বছর ধরে এ মাঠে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজে ইমামের দায়িত্ব পালন করে আসছেন।
নামাজ শুরুর পূর্বে ঈদগাহ মাঠে উপস্থিত মুসুল্লিদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে ছুটে আসেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। আরও শুভেচ্ছা বিনিময় করেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইলিয়াস হোসেন খান।
নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনাসহ নির্যাতিত ফিলিস্তিনি মুসলিম ও বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কায়দা-বাজারদী গোরস্থান ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির অন্যতম সদস্য স্থানীয় সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম ও বিএনপি নেতা জহির রায়হান মুক্তি জানান যুগ যুগ ধরে চলমান কায়দা-বাজারদী গোরস্থান ঈদগাহ মাঠ অত্র এলাকার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠটিতে দূরদূরান্ত থেকে ঈদের নামাজ পড়তে আসা মুসুল্লিদের জন্য আর কি কি সুযোগসুবিধা বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি।