খুলনার বটিয়াঘাটা থানা পুলিশের সহায়তা প্রেমের ফাঁদে ফেলে ছিনতাই কৃত মোটরসাইকেল উদ্ধার

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা থানার ১ নং জলমা ইউনিয়নের মল্লিকের মোড় (দাউনিয়াফাদ) এলাকা থেকে আল মামুন শেখ নামের এক ব্যক্তির কাছ থেকে গত ০১/০১/২৫ ইং তারিখ আনুমানিক সন্ধা ৭ টার সময় নাটকিয়া কায়দায় ছিনতাই কৃত FZ v2 মটর সাইকেল সহ ৪ জন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে বটিয়াঘাটা থানা পুলিশ।

গত ৩১/০১/২৫ তারিখ ফেসবুকে আসামীর ফেজবুক আইডি রাইসার সাথে বাদীর পরিচয় হয়। এক পর্যাায় বাদীর সাথে আসমীর সম্পর্ক গড়ে ওঠে। ইংরেজি ০১/০২/২৫ তারিখে সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় সাচিবুনিয় এলাকায় বাদীর সাথে বিবাদীর দেখা হইলে বিবাদী রাইসাকে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করে। অভিযোগকারী বিবাদীর কথায় সরল বিশ্বাসে তাকে বাড়ী পৌঁছে দেয়ার জন্য তার মোটরসাইকেলে করে আসামীকে জলমা ইউনিয়নের দাউনিয়াফাদ এলাকার পশ্চিম দিকে ইট সোলিং রোডে নিয়ে গেলে ফাকা জায়গায় ওতপেতে থাকা অজ্ঞাতনামা ৪ জন মোটরসাইকেলের গতি রোধ করে এবং আসামি সহ অজ্ঞাতনামা ব্যাক্তিরা বাদীকে নিলা ফোলা জখম করে এফ জেট ভি ২ মটরসাইকেল, একটি ওয়ান প্লাস মোবাইল সেট, গাডির কাগজ, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড ও নগদ ১৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয় ভুক্তভোগী আল মামুন বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ০২/০২/২৫ তারিখ একটি অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার এর দিক নির্দেশনায় এস আই কৌশিক ডিজিটাল তথ্য প্রযুক্তির ব্যাবহার করে ঘটনার প্রথমিক সত্যতা নিশ্চিত করেন এবং বাদিকে সঠিক তথ্য দিয়ে মামলা করতে সহয়তা করেন। বাদী এসআই কৌশিক এর তথ্যনুসারে বাদী ৪ জনকে আসামী করে বটিয়াঘাটা থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ২০ তারিখ ১৯/০৩/২৫। উক্ত মামলার সূত্র ধরে বটিয়াঘাটা থানার এসআই কৌশিক খুলনা জেলা পুলিশ সুপার এর সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী মিল্টন কে ২০/০৩/২৫ তারিখ বটিয়াঘাটা থেকে গ্রেফতার করেন। আসামি মিল্টনের স্বীকারোক্তি অনুযায়ী আসামি আফরোজা খাতুন (২২) কে ২২/০৩ ২০২৫ তারিখে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামি আফরোজা বেগমের স্বীকারোক্তি অনুযায়ী এসআই কৌশিক কুমার সঙ্গীয় ফোর্স সহ বাগেরহাট উপজেলার মোংলা থানায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মারুফ শেখ (২২), পিতা এস্কেন শেখ, সাং চিলা গাব্বুনীয়া, থানা-মংলা, জেলা বাগেরহাট কে গ্রেফতার করেন এবং ঘটনার সময় লুন্ঠিত মালামাল হেলমেট উদ্ধার করেন। ইংরেজি ২৭/০৩/২৫ তারিখ বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ, এস কৌশক সহ সঙ্গীয় ফোরস ও মোংলা থানার এসআই হাবিবুল্লা ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী সুমন সরদার, পিতা সরদার (সরদার বাড়ি) থানা- মংলা,জেলা- বাগেরহাট কে গ্রেফতার সহ লুন্ঠিত ইয়ামা এফজেড ভি- ২ মোটরসাইকেল বাগেরহাট জেলার, মোংলা থানার চিলা গাববুনিয় গ্রাম হইতে উদ্ধার করেন। বটিয়াঘাটা থানা পুলিশ এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *