সান্তাহার চা-বাগানে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো যুবকরা
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান সিভিল কলোনী মহল্লার যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার ও পরিস্কার পরিচ্ছন্ন কার্মকান্ড পরিচালনা হয়েছে। শনিবার সকাল ১১টায় সান্তাহার চা-বাগান মহল্লায় জলাবদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ একটি সড়ক ও চা-বাগান মাদরাসার পেছনের একটি ডাস্টবিন পরিস্কার করা হয়। এ কার্যক্রমে অংশ গ্রহণ করেন সান্তাহার বিদ্যুৎ বিভাগের সেবাকর্মী নাজমুল ইসলাম, শিক্ষক মাসুদ রানা, গণমাধ্যম কর্মী রাকিবুল হাসান রাকিব, সৌদি প্রবাসী বাদল, নিশান, সোহাগ, মজনু, সজীব, জীম প্রমুখ।
স্থানীয় গণমাধ্যম কর্মী রাকিবুল হাসান রাকিব জানান, আমাদের এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তায় ড্রেনের উপচে পড়া পানি জমে থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিভিন্ন মাধ্যমে বিষয়টি সান্তাহার পৌর কর্তৃপক্ষকে জানানোর পর রাস্তাটির সংস্কারের জন্য টেন্ডার আহবান করা হয়। আশা করছি ঈদের পর কাজ শুরু হবে। তবে সামনে ঈদ এবং ঈদের দিনে এই রাস্তা দিয়েই মুসল্লিরা ঈদের নামাজে যাবেন। বিষয়টি মাথায় রেখে এ কার্যক্রম শুরু করি আমরা। চা বাগান মহল্লার বাসিন্দা ও বেডো এনজিও পরিচালক আতোয়ার হোসেন পল্টু জানান, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। সবাই মিলে এক সাথে কাজ করলে এলাকার উন্নয়ন সম্ভব। এতে লজ্জারও কিছু থাকে না।