বগুড়ায় ৩ হাজার প্যাকেট পটকা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার প্যাকেট আতশবাজি (পটকা) এবং পটকা তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যার পর পৌর এলাকার ভাটকান্দি দক্ষিণপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ শহরের মালতীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে জুয়েল রানা এবং ভাটকান্দি দক্ষিণপাড়ার মৃত আকবর আলী প্রামাণিকের ছেলে হারুন। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, ভাটকান্দি দক্ষিণপাড়ায় হাতেম আলীর বাড়িতে আতশবাজি (পটকা) তৈরি করা হচ্ছে, এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে হাতেম আলী ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। পরে সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাড়ি থেকে ৩ হাজার ৫৪০ প্যাকেট আতশবাজি এবং তা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। এগুলোর বাজার মূল্য আনুমানিক ২ লাখ ১২ হাজার ৪০০ টাকা। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *