নাটোরে ডিসির বাংলোয় ১০০ বস্তা ব্যালট পেপার

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
নাটোরে জেলা প্রশাসকের পুরনো বাংলোর একটি পুকুর থেকে অস্ত্র উদ্ধারের পর এর পাশের বাঁশবাগানে মিলল প্রায় একশ বস্তা ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। গতকাল শনিবার দুপুরে শহরের কান্দিভিটুয়া এলাকায় ডিসির পুরনো বাংলো থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওই ব্যালেট পেপারগুলো উদ্ধার করে পুলিশ। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ওইসব ব্যালটের বেশির ভাগই বিভিন্ন প্রতীকে সিল মারা দেখা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহীর উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান ও নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গত শুক্রবার সকালে নাটোর সদর হাসপাতালের সামনে ডিসির পুরনো বাংলোয় তালাব পুকুরে দুই যুবক বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বড়শি আটকে গেলে তারা ছোটাতে পানিতে নামেন। এ সময় একটি কম্বলে আটকে যাওয়া বড়শি খুলে দেখেন একটি ইয়ারগান ও একটি দোনালা বন্দুক। পরে বিষয়টি তারা থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ আসে। এরপর ডুবুরি দল এসে পুকুরে খুঁজতে গিয়ে আরও চারটি শটগান উদ্ধার করে।

এদিকে প্রশাসনের পূর্ব ঘোষণা অনুসারে গতকাল শনিবার সকালে ওই পুকুরের পানি নিষ্কাশন শুরু করা হয়। এ সময় পুকুরের পাশের বাঁশবাগানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক বস্তা ব্যালেট পেপার নজরে আসে প্রশাসনের। পরে ওই ব্যালেট পেপার উদ্ধার করে পুলিশ। এ সময় নির্বাচনী কিছু সরঞ্জামও পাওয়া যায়।

নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম (এনডিসি) বলেন, যে ব্যালট পেপারগুলো পাওয়া গেছে, তা সব ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। ব্যালট পেপারের যে স্থায়িত্বকাল তা ছয় মাস। ইতোমধ্য সে সময় অতিবাহিত হয়ে গেছে। নির্বাচন কমিশনারের পক্ষ থেকে টেন্ডারও হয়ে গেছে। বাকি ব্যালেট পেপার ফেরতও গিয়েছে। এগুলো আমাদের টেজারিতে রাখা ছিল এবং পরবর্তী সময় তা উপজেলা নির্বাচনের সময় স্থানান্তর করা হয়। ব্যালেট পেপারগুলো কে বা কারা নষ্ট করেছে তা জানা নেই। নির্বাচন অফিস যে টেন্ডার হয়েছে, টেন্ডার অর্থে আমরা তা ফিরত দিয়েছি।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শুক্রবার ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে ৪টি শটগানসহ ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ওই পুকুরে আরও অস্ত্র আছে কি না তা খোঁজ করতে গতকাল পুকুরের পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়। এ সময় পুকুরের পাশ থেকে প্রায় একশ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়। কতগুলো ব্যালট তা পরবর্তী সময় গণনা করে জানা যাবে।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, কীভাবে এ ব্যালট পেপারগুলো এখানে এলো, তা জানা যায়নি। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করার জন্য আমার কার্যালয়ের কর্মকর্তাদের বলেছি। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *