ঠাকুরগাঁওয়ে সরকারি চালসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁও প্রতিনিধি:
সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের রাজাপুকুরে অসহায়দের জন্য বরাদ্দকৃত ৬৯ বস্তা সরকারি চাল চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার সদর থানার এসআই (নি:) সুমন কুমার রায় বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও ৫/৬ জনকে অজ্ঞাত করে এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি গোডাউন হতে ৬৯ বস্তা সরকারি চাল মাহিদ্রযোগে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ইউনিয়নের রাজাপুকুর এলাকায় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মাহিন্দ্র ট্রাক্টরটি আটকে দেয়। এ সময় গ্রামবাসী মো: আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল বোঝাই ট্রক্টরটি আটক করে থানায় নিয়ে আসে।