গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি

বিভাগীয় প্রতিনিধি খুলনা।
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [29 March 2025]
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ২৮ মার্চ ২০২৫ তারিখ রাতে নিজখামার এলাকা থেকে ১) মইনুদ্দিন (১৯), পিতা-জয়নাল, সাং-রঘুনাথপুর, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি সাং-নিজখামার, থানা-লবণচরা, ২) জয়ন্ত সুতার (১৯) পিতা-নিখিল সুতার, সাং-ঠিকরাবন্দ, থানা-লবণচরা এবং ৩) মোঃ ইব্রাহিম (২১), পিতা-আবুল বাশার, সাং-নিজখামার, থানা-লবণচরা, খুলনাদেরকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেলসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *