খুলনা নগরীর লবনচরা থানা এলাকায় মুক্তিপণের দাবিতে অপহরণ: ৩ জন অপরাধী আটক সহ, ভিকটিম উদ্ধার।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
একটি ওষুধ কোম্পানির কর্মচারি মনির হোসেন নামে একজনকে অপহরণ করার পর এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জন আটক হয়েছে।
রূপসী রূপসা পানি কোম্পানি গলির বাসিন্দা মনির হোসেন সকাল ১০ টার দিকে বাসা থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। তার স্ত্রী রোমেনা খাতুন তাকে বার-বার ফোনে না পাওয়ায় দুশ্চিন্তার মধ্যে ছিলেন। দুপুরের পর তার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটি কল আসে। রিসিভ করার পর তার স্বামী এক লাখ টাকা দিয়ে তাকে অপহরণকারীদের কাছ থেকে তাকে উদ্ধারের আকুতি জানান। এরপর তার স্ত্রী ঘটনাটি থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করেন। খবর পেয়েই পুলিশের একটি টিম কার্যক্রম শুরু করে। তারা সন্ধ্যা ৭ টার দিকে ওই এলাকা হতে হায়দার (৩৫), মাসুদ (৩০) এবং আলী (২৩) নামে তিন জনকে আটক করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকারই একটি স্থান হতে ভিকটিমকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে এবং থানা পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।