দাকোপে মন্দিরের গোপাল মূর্তি চুরি
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার দাকোপে ঐতিহ্যবাহী আর্য্য হরিসভা মন্দিরের তালা কেটে একটি গোপাল মূর্তি চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মাত্র দুই মিনিট ২৪ সেকেন্ডে মন্দিরের দুটি তালা কেটে দুষ্কৃতকারীরা পিতলের মূর্তিটি চুরি করে নিয়ে যায়। আর্য্য হরিসভা পরিচালনা কমিটির সদস্য সচিব প্রবীর রায় বাপী জানান, মন্দিরের বাইরে সিসিটিভি ক্যামেরা থাকলেও কোনো নিরাপত্তা প্রহরি ছিলো না। ওই দিন মন্দিরের প্রাত্যহিক কার্যক্রম শেষে রাত সাড়ে ৯টার দিকে সেবায়েত ও ভক্তরা মন্দিরের গেটে তালা লাগিয়ে চলে যায়। পরে গভীর রাতে এ গোপাল মূর্তি চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় জামা–প্যান্ট পরা দুই ব্যক্তি মন্দিরের দিকে আসছে। তাদের মুখে মাঙ্কি টুপি পরা ছিলো। আর হাতে ছিলো তালা কাটার যন্ত্রপাতি। মাত্র ২ মিনিট ২৪ সেকেন্ড পরে মন্দির থেকে মূর্তিটি নিয়ে তাদের বের হতে দেখা গেছে। এ ব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মন্দিরে চুরির ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে খোজ খবর নেওয়া হচ্ছে। অপরাধীদের তথ্য পেলে তাদে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।