শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

নকলা, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে হামদর্দ।

২৬ মার্চ বুধবার সকালে নকলা পৌরশহরের শহিদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে ওই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক কবিরাজ জাহাঙ্গীর হোসেন আহমেদ, হামদর্দ নকলা শাখার সহকারি মেডিকেল অফিসার হাকীম সানজিদা ইয়াসমিন ও সাংবাদিক শফিউল আলম লাভলু।

ওইসময় হামদর্দ নকলা শাখার ব্যবস্থাপক মো. রুহুল আমিন, বিক্রয় প্রতিনিধি সোলায়মান হোসেন, অফিস সহায়ক মো. রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় অর্ধশত দরিদ্র, অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *