সেনাপ্রধানের ইমামতিতে নামাজ পড়লেন রাষ্ট্রপতিসহ অতিথিরা

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
রাজধানীর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।এ ঘটনার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।

গতকাল বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের পর মাগরিবের নামাজে ইমামতি করেন সেনাপ্রধান। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করতে দেখা যায়। প্রসঙ্গত, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *