মধুহাটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাজার গোপালপুর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মধুহাটি ইউনিয়ন জামায়াতের আমীর মুক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা উলামা মশায়েখের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা প্রধান নির্বাচনী কমিশনার এবং মধুহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার আকবর হোসাইন। বাজার গোপালপুর ক্যাম্পের এ এস আই আনিসুর রহমান। শিবির সদর পশ্চিমের সভাপতি রাশিদুল ইসলামসহ ইউনিয়নে প্রায় ৩ হাজার মানুষ বাজার গোপালপুর স্কুল এন্ড কলেজ মাঠে এক সাথে ইফতার করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মধুহাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হায়দার আলী।