প্যারিসে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গতকাল বুধবার, ২৬ মার্চ সকালে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং উপস্থিত সকলকে নিয়ে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এ দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন। এছাড়া উপস্থিত অতিথিগণের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখা এবং জাতীয় নাগরিক পার্টি এবং প্যারিসস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ আলোচনা অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রদূত তালহা তার বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে শাহাদত বরণকারী ছাত্র-জনতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একটি বৈষম্যবিরোধী এবং সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে সাধারণ ছাত্র-জনতার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের ফলে যেই নতুন বাংলাদেশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তাকে ভূলুণ্ঠিত করার জন্য দেশের স্বার্থবিরোধী নানাবিধ ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিষয়ে সজাগ থাকতে অনুরোধ করেন। একই সঙ্গে তিনি সকল প্রবাসীকে বৈধপথে অব্যাহতভাবে রেমিটেন্স প্রেরণের বিষয়ে উদ্বুদ্ধ করেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে একটি পৃথক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।