নড়াইলের পরকিয়ার দায়ে শিক্ষকের পা ভেঙ্গে দিয়েছে এলাকাবাসী
নড়াইল প্রতিনিধি:
বুধবার(২৬মার্চ) বেলা ১০টার দিকে নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর গ্রামে শিক্ষক আব্দুল্লাহ আল আরাফাত’র উপর হামলার ঘটনা ঘটে। তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসাতালে প্রেরণ করা হয়েছে।
নড়াইলের এক শিক্ষক গৃহবধূর সাথে পরকীয়া করায় তার দু’পা ভেঙ্গে দেয়া হয়েছে। পা ভেঙ্গে দেয়া ওই শিক্ষকের নাম আব্দুল্লাহ আল আরাফাত। তিনি নড়াইল সদর উপজেলার গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ’র শিক্ষক। তার বাড়ি নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্কুল শিক্ষক আব্দুল্লাহ আল আরাফাত দুই সন্তানের জননীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেছেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষক আব্দুল্লাহ্ও সাথে ওই নারীর স্বামীর কলহ শুরু হয়। এ নিয়ে ওই নারী স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়ি চলে যায়।
এ নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এক পর্যায়ে বুধবার (২৬মার্চ) সকালে শিক্ষক আব্দুল্লাহ্ তার বাড়ি থেকে পার্শ্ববর্তী গোবরা বাজারে যাওয়ার পথে তার উপর হামলা করা হয়। এতে তার দু’পা ভেঙে যায়। এদিকে অনুসন্ধানে জানা গেছে, শিক্ষক আব্দুল্লাহ আল আরাফাতের নামে এ ঘটনার আগে থেকেই এ ধরনের অনেক অভিযোগ রয়েছে। তাকে বার বার অনুরোধ করেও এলাকার মানুষ তাকে শোধরাতে পারেনি।
মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিবেশী গৃহবধূর সাথে শিক্ষক আব্দুল্লাহ’র পরকীয়া প্রেমের জেরে ইতোপূর্বে মারামারির ঘটনায় ওই নারীর স্বামী ও তার পরিবারের কয়েকজনের নামে আব্দুল্লাহ্ মামলা দায়ের করেন। নারীঘটিত এসব বিষয় নিয়ে বিরোধের জেরে শিক্ষকের ওপর হামলা হয়েছে। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, শিক্ষকের উপর হামলা, তার পা ভেঙ্গে দেয়া, পূর্বে মারামারি ও পরকিয়ার বিষয় সহ সকল ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।