উত্তোলন হয়নি জাতীয় পতাকা, দিনাজপুর ফুলবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র বিরুদ্ধে জাতীয় পতাকার প্রতি অবমাননার অভিযোগ উঠেছে। ওই দপ্তরে মহান স্বাধীনতা দিবসে সরকারি বিধি অনুযায়ী উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। এতে মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতাল চত্বরে ফ্লাগ স্টান্ড থাকলেও সেখানে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। অথচ স্বাধীনতা দিবস উপলক্ষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।
ফুলবাড়ী উপজেলা প্রশাসনের অনুষ্ঠান সূচিতেও পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে। তবে সরকারি নির্দেশনাকে মানেনি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকার অবমাননার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধারা।
জাতীয় দিবসে পতাকা উত্তোলন না করার কারণ জানতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমানের সঙ্গে যোগযোগ করা হলে তিনি পতাকা উত্তোলনের বিষয় ভুল স্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, বিষয়টি জানলাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।