ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ আহার রেস্টুরেন্ট হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের শহর সভাপতি মেহেদী হাসান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের আমির এ্যাডভোকেট ইসমাইল হোসেন, জেলা শাখার সভাপতি আবিদ হুসাইন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম.এ কবির, দৈনিক নবচিত্র ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আলাউদ্দিন আল আজাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি বিমল কুমার সাহা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রায়হান, ইফতার মাহফিল পরিচালনা করেন ছাত্র শিবিরের ঝিনাইদহ শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন,