খুলনার বটিয়াঘাটায় যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত
সেখ রাসেলা, ব্যুরো চিফ, খুলনা।
আজ ২৬ শে মার্চ ২০২৫ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন গল্লামারি জাতীয় স্মৃতিসৌধ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালনের শুভ সূচনা করেন। এছাড়া সকাল ৯ টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসিট যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নি, সহকারী কমিশনার ভূমি শরীফ শাওন, অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার, অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন মন্ডল সহ সকল মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।